নগরীর পাহাড়তলীতে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মোশারফ হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পাহাড়তলী থানাধীন সিগন্যাল কলোনীর ৩নং রেল বিট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মোশারফ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন ময়ুরা গ্রামের বজলুর রহমান প্রকাশ রাজুর ছেলে জানিয়েছে পুলিশ।
পাহাড়তলী থানার ওসি মো. হাসান ইমাম জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিগন্যাল কলোনির রেলবিট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (আজ) তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদক আইনেও একটি মামলা রয়েছে।