পাহাড়কাটার দায়ে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

নগরীর ষোলশহর এলাকায় পাহাড় টিলা কেটে বসতি নির্মাণের দায়ে টিকে গ্রুপের এক পরিচালককে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার দুপুরে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে পরিবেশগত ক্ষতিপূরণ হিসেবে এ জরিমানার আদেশ দেন কার্যালয়ের পরিচালক নূরুল্লাহ নূরী। আগামী ৭ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতীত টিলা কাটা এবং সেখানে যেকোনো উন্নয়নমূলক কাজ না করার নির্দেশনা দেয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নূরুল্লাহ নূরী দৈনিক আজাদীকে বলেন, ‘পাহাড় কাটার অভিযোগে গত ১ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের একটি এনফোর্সমেন্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করে। তারা সেখানে পাহাড়ি টিলা কাটা ও ড্রেসিং করার প্রমাণ পান। এনফোর্সমেন্ট টিমের প্রতিবেদনের প্রেক্ষিতে অভিযুক্তদের নোটিশ দেওয়া হয়েছে। পরে শুনানিতে তারা ছয় হাজার ৪০০ ঘনমিটার পাহাড় কাটার বিষয়টি স্বীকার করেন। এরপর তাদের তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধসরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ সুজনের
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় এয়াকুব মরিয়ম বিদ্যালয়ের নতুন ভবনের কাজের উদ্বোধন