পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

আহমদ গিয়াস, কক্সবাজার | শনিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:০৯ পূর্বাহ্ণ

টানা প্রবল বর্ষণে কক্সবাজার ও উখিয়ায় পাহাড় ধসে দুই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে একই পরিবারের তিনজন এবং উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১৪ নম্বর ক্যাম্পে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২ ওয়ার্ডের দক্ষিণ ডিককুল গ্রামের মিজানুর রহমানের স্ত্রী আখি আকতার (২৫) এবং দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা () ও লতিফা ইসলাম () এবং উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই২ ব্লকের কবির আহমেদের ছেলে আব্দুর রহিম (৩০) আব্দুল হাফেজ (১০) ও আব্দুল ওয়াহেদ ()। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার দোলন আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সদরের ঝিলংজার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিককুল এলাকায় মিজানুর রহমানের বাড়িতে পাহাড় ধসে পড়ে। এতে তার স্ত্রী ও দুই শিশুকন্যা মাটি চাপা পড়ে। তিনি জানান, টানা বর্ষণের কারণে গভীর রাতে মিজানের বাড়ির উপর পাহাড়ের একটি অংশ ধসে পড়লে তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা মিজানকে জীবিত উদ্ধার করে। পরে দমকল বাহিনীর সহযোগিতায় ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে তার বাড়িতে পাহাড় ধসে চাপা পড়ে। এ দিকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (যুগ্ম সচিব) মোহাম্মদ শামসুদ দৌজা নয়ন বলেন, ভারী বর্ষণে উখিয়ার ১৪ নম্বর হাকিম পাড়া ক্যাম্পে পাহাড় ধসে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্বেচ্ছাসেবকেরা বিধ্বস্ত ঘর বাড়িতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য যে, গত ১৯ জুন থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছিল। ২১ জুন কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে ঘুমন্ত স্বামীস্ত্রী নিহত হন। গত ৩ জুলাই উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের দুটি ক্যাম্পে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। ১১ জুলাই কক্সবাজার শহরে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে কক্সবাজারে বিভিন্নস্থানে পাহাড় ধসে ২৭ জনে মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরকারকে সহায়তার আলোচনা করতে আজ আসছেন ডোনাল্ড লু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শিক্ষা অফিসসহ সরকারি ৬টি দপ্তরে চুরি