প্রয়াসের উদ্যোগে গত ১ সেপ্টেম্বর সম্প্রতি অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং শুকনো খাবার বিতরণ করা হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। উদ্বোধন করেন রোটারিয়ান জাহেদা আক্তার মিতা। বিশেষ অতিথি ছিলেন লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী, প্রকৌশলী মোমিনুল হক, লায়ন সন্তোষ কুমার নন্দী, মহসীন উল কাদের, মো. আলতাফুর রশীদ বাবু, আবদুল মাবুদ সুমন। সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনির পরিচালনায় উপস্থিত ছিলেন সহ–সভাপতি কিবরিয়া হোসেন বাপ্পী, আলমগীর মো. ফারুক, এ কে এম মোস্তাফিজুর রহমান রাসেল, মো. শাহজাহান, মো. ইসমাইল, ওমর ফারুক আসিফ, ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, আমিনুল ইসলাম, সুলতান মাহামুদ রাজীব, হিমেল মণ্ডল, দিদারুল আলম চৌধুরী, নুসরাত জাহান, সারমিন আক্তার, মো. মাহির আসেফ বাবু, খোরশেদ আলম, আবু শাহাদাত মো. সায়েম, হাবিবুর রহমান, মিনহাজুল হক মিনার, সিরাজুল ইসলাম, সাকিবুর রহমান, ওয়াজিহা রুহানা চৌধুরী, সাইফুল মোস্তাফা রাজেন, সোহরাবুল আলম সৌরভ, ইসরাত জেরিন ইমা, হাসান ইহলান চৌধুরী, মোসলেম উদ্দিন ও মো. সাইফুল। প্রেস বিজ্ঞপ্তি।












