পাহাড় থেকে পড়ে আহত হাতির দুদিন পর মৃত্যু

জলদী অভয়ারণ্য

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৫০ পূর্বাহ্ণ

বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয় বলে জানান জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত শনিবার জলদী অভয়ারণ্য রেঞ্জের চাম্বল বনবিটের চাম্বল মৌজার মিতাইঝিরি এলাকায় হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আঘাতপ্রাপ্ত হাতিটির খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটির স্বাস্থ্য পরীক্ষা করেন। গত রোববার ডুলাহাজারা সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকার নাঈন ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে বন বিভাগ জানায়, পাহাড়ের উপর থেকে পড়ায় হাতিটি মেরুদণ্ডে গুরুতর আঘাত পায় এবং পেছনের দুটি পা অবশ হয়ে যায়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাতিটি। মারা যাওয়া হাতিটি এশিয়ান প্রজাতির মাদি হাতি এবং এর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

জলদী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, চাম্বলের গভীর পাহাড়ি এলাকায় পাহাড় থেকে পড়ে গিয়ে আহত হাতিটি চিকিৎসা করার পরেও সোমবার সকালে মারা গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি। আজ মঙ্গলবার প্রাণিসম্পদ ডাক্তারের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে দাফন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএম এ আজিজ স্টেডিয়াম আজ পরিদর্শন করবেন বাফুফের দুই কর্মকর্তা
পরবর্তী নিবন্ধচান্দগাঁও থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার