নগরের আকবরশাহ থানার লেকসিটি আবাসিক এলাকা, ফয়’স লেক, মাইট্টাগলি এবং সীতাকুণ্ডের জঙ্গল লতিফপুরে পাহাড় কাটায় মো. আমজাদ হোসেন (৫৫) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া পাহাড় কেটে গড়ে তোলা প্লটে নির্মাণ করা অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। অংশ নেন চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, সহকারী পরিচালক হাছান আহমেদ, কাট্টলী ভূমি অফিসের সার্ভেয়ার, সেনাবাহিনী ও পুলিশ সদস্যের একটি টিম এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড খুলশীর একটি টিম। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের জঙ্গল লতিফপুর মৌজায় জাফরাবাদে পরিচালিত অভিযানে পাহাড় কর্তনের দায়ে মো. আমজাদ হোসেনকে ৫০ হাজার টাকা টাকা ক্ষতিপূরণ ধার্য ও আদায় করা হয়। এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন। অভিযানে লেকসিটি আবাসিক এলাকা এবং আছিয়া খাতুন রোড মাইট্টা গলিতে (চিড়িয়াখানার পশ্চিম পার্শ্বে) ‘পাহাড়/টিলা কর্তন/মোচন দণ্ডনীয় অপরাধ’ সম্বলিত সাইনবোর্ড ও ব্যানার টাঙ্গানো হয়। এছাড়া পাহাড় কেটে টিন দিয়ে ঘেরা দেওয়া দখলকৃত প্লট থেকে অস্থায়ী স্থাপনা ভেঙ্গে দিয়ে টিন এবং দরজা জব্দ করা হয়। এছাড়া ফয়’স লেক এলাকায় পাহাড়ের উপর নির্মিত তিনটি ঘর থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।












