চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার উত্তর লেকসিটি আবাসিক এলাকায় পাহাড়, টিলা কর্তন ও জলাশয় ভরাট বন্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। আজ রোববার এ সচেতনতামূলক সভার আয়োজন করেছে আবাসিক এলাকার বাসিন্দারা। বেলা, ভোরের আলো ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পাহাড়, টিলা ও জলাশয় সংরক্ষণে জনগণের সচেতনতা বৃদ্ধি ও সহযোগিতার আহবানে এই সভার আয়োজন করা হয়েছে।
ইতিমধ্যে পরিবেশবাদী সংগঠন বেলার পক্ষ থেকে সিএমপিকে এই বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকা শুধু আমাদের নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি অমূল্য সম্পদ। পাহাড় একটি দেশের প্রকৃতি এবং আবহাওয়ার উপর অনেক প্রভাব বিস্তার করে। এই পাহাড়গুলি আমাদের জীববৈচিত্র্য ভারসাম্য বজায় রাখে। কিন্তু দুঃখের বিষয় এই যে, কিছু অসাধু ব্যাক্তি কর্তৃক অবৈধভাবে পাহাড় কাটা ও জলাশয় ভরাট এবং অন্যান্য অনৈতিক কার্যকলাপের কারনে আমাদের পাহাড় ধ্বংসের দ্বারপ্রান্তে প্রায়। যে কারনে জলবায়ু পরিবর্তনের একটা বড় প্রভাব সারা পৃথিবীতে দৃশ্যমান।