পাহাড় কাটার অপরাধে ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

লামা প্রতিনিধি | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ১:১৪ অপরাহ্ণ

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ৯নং ওয়ার্ড ফাইতং মানিকপুর এলাকায় পাহাড় কাটার অভিযোগে YSB এবং UBN দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ অর্থদন্ড প্রদান করা হয়।

গতকাল (সোমবার, ৩০ জুন) বিকাল সাড়ে ৫টায় অভিযানের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পাহাড় কাটার স্থানটি ইউএনও সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনে দেখা যায়, ইটভাটা কোম্পানিরা পাহাড় কেটে মাটি স্তূপ করে রাখা হয়েছে। পাহাড় কাটার ঘটনা আড়াল করতে অনেক চেষ্টা করা হয় কিন্তু পরিদর্শনে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে মালিকরা জরিমানা গুনতে হয়।

অভিযুক্ত ইটভাটা মালিকরা তাদের অপরাধ স্বীকার করেন। অভিযুক্ত দুই কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ডিসিআর মূলে তা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন লামা থানা পুলিশ ও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পরিবেশ সচেতন মানুষজন। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন দৈনিক আজাদী’কে বলেন, পরিবেশ রক্ষায়, বিশেষ করে পাহাড় রক্ষায় জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। উপজেলা প্রশাসন এ নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তবে, প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি পরিবেশ রক্ষায় সকল নাগরিককে সচেতন হতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে আমরা পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি পড়বো।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে শিক্ষকদের মেধা সম্পদ সুরক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধঢাকায় সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর পুলিশ কনস্টেবলের মৃত্যু