পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় রোহিঙ্গা যুবকের মৃত্যু

| বুধবার , ২৮ জুন, ২০২৩ at ১:১৪ অপরাহ্ণ

কক্সবাজার শহরে অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় ইয়াসিন আরাফাত (২২) নামে এক রোহিঙ্গা যুবক মারা গেছেন। মঙ্গলবার (২৭ জুন) রাত ১টার দিকে কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শ্রমিক মিলে ওই এলাকায় পাহাড় কাটছিলেন। হঠাৎ পাহাড় ধস হলে বাকিরা রক্ষা পেলেও ইয়াসিন মাটিচাপা পড়েন। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, শহরের পাহাড়তলীতে পাহাড় ধসের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে মাটির নিচ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এলাকাবাসী জানায়, পাহাড় ধসে নিহত যুবক ইয়াসিন মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে তিনি তার বাবা-মাকে নিয়ে শহরের পাহাড়তলী ইসলামপুরের একটি ভাড়া করা বাসায় দীর্ঘদিন ধরে বাস করছিলেন।

স্থানীয় নুরুল হোসাইন বলেন, চার মাস আগে সদরের সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান পাহাড় কাটার খবরে ওই স্থানটি পরিদর্শন করেছিলেন। তারপরও পাহাড় কাটা বন্ধ হয়নি। রাতের অন্ধকারে রোহিঙ্গা শ্রমিকরা পাহাড় কাটে।

পূর্ববর্তী নিবন্ধ৫শ বীর মুক্তিযোদ্ধার হাতে সিএমপি কমিশনারের ঈদ উপহার
পরবর্তী নিবন্ধগরু বিক্রির টাকা নিয়ে গেল অজ্ঞান পার্টি!