পাহাড়ে সমপ্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে

মানিকছড়িতে সমপ্রীতি সমাবেশে ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৯:৩৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, ‘পাহাড়িবাঙালির মধ্যে পারস্পরিক আস্থাবিশ্বাস ও সমপ্রীতির মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এখানে পাহাড়ি, বাঙালি সবাই থাকবে। মিলেমিশে সমপ্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।’ দীর্ঘ ১৮ বছর পর গতকাল বুধবার মানিকছড়ি উপজেলায় অনুষ্ঠিত বিএনপির সমপ্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মীর হোসেনের সঞ্চালনায় বিকেলে মানিকছড়ি টাউন হল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ সমপ্রীতি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাব বীথি, যুগ্মসাধারণ সম্পাদক এড.আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেশ চাকমা রিংকু, আব্দুর রব রাজা, মাহবুবুল আলম সবুজ, কহেলী দেওয়ান, সৌরভ প্রিয় পাল, শাহিদুল ইসলাম সুমন, সাগর নোমান ও আবুল কাশেম। এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহেনস্তার শিকার বদরখালী সমিতির সম্পাদক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিশ্ব ফিজিক্যাল এন্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন দিবস