পাহাড়ে শিক্ষার উন্নয়ন ও চিকিৎসা সেবায় কাজ করছে সেনাবাহিনী

বান্দরবানে ছাত্রাবাস উদ্বোধনে রিজিয়ন কমান্ডার

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

বান্দরবানে পাহাড়ের শিক্ষার্থীদের সুবিধার্থে সাঙ্গু বিলাস ছাত্রাবাসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা সদরের ইসলামপুর এলাকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যানের নবনির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করেন সেনাবাহিনীর ৬৯ রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান শাখা ডিজিএফআইয়ের কমান্ডার কর্নেল আসাদুল্লাহ জামশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুচ সালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান প্রমুখ। প্রধান অতিথি বলেন, দেশের সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে শিক্ষিত জাতি গড়ে তোলা। শিক্ষা ব্যবস্থার পিছনে বিনিয়োগকারীরা হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী। পাহাড়ে নিরাপত্তা ব্যবস্থার পরই শিক্ষার উন্নয়নে গুরুত্ব দেন সেনাবাহিনী। শিক্ষার পাশাপাশি প্রত্যন্তঅঞ্চলে চিকিৎসা সেবার মান উন্নয়নে কাজ করে সেনাবাহিনী। তিনি বলেন, গতবছর শুধুমাত্র বান্দরবান জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ৪০ লাখ টাকার বই বিতরণ করেছে সেনাবাহিনী। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআলো রাণী শীল
পরবর্তী নিবন্ধসামাজিক স্থিতিশীলতা সুরক্ষা ও জননিরাপত্তা বিধানের ওপর গুরুত্বারোপ