পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে সমপ্রীতি রক্ষার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। গতকাল সোমবার সন্ধ্যায় রামগড় বাস স্টেশনে উপজেলা বিএনপি আয়োজিত সমপ্রীতি সমাবেশে একথা বলেন তিনি।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, স্বাধীনতার পর পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো রক্তক্ষয়ী সংঘাতের সমাপ্তি করলেও পাহাড়ে শান্তি ফিরেনি। পাহাড়ি–বাঙালি সংঘাতে প্রাণহানি হয়েছে। পাহাড়ে শান্তি ফেরাতে হলে পাহাড়ি–বাঙালির মধ্যে বন্ধুত্ব স্থাপন করতে হবে। মানুষের মাঝে আস্থা স্থাপন করতে পারলেই পাহাড়ে শান্তি ফিরবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার গলায় ফাঁসির দড়ি থাকবে। হাসিনা ছাত্র–জনতাকে হত্যা করেছে, তার বিচার হবে। আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা রক্ষা করতে হবে। স্বাধীনতা রক্ষা করতে হলে স্বৈরাচারের পুণর্জন্ম হতে দেয়া যাবে না।
সমপ্রীতি সমাবেশে রামগড়ের বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের নেতারা যোগ দেয়। হাফেজ আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, যুবদলের সভাপতি মাহবুব আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল প্রমুখ।