পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস, ২০ পর্যটক আহত

পৃথক দুর্ঘটনায় খাগড়াছড়িতে আহত আরো ৪

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২৪ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে খাগড়াছড়িঢাকা মহাসড়কে বাস উল্টে অন্তত ২০ পর্যটক আহত হয়। আলুটিলার পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গাড়িতে থাকা কয়েকজন পর্যটক জানান, অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপের মাধ্যমে তারা ঢাকা থেকে খাগড়াছড়িতে আসেন। এ সময় আলুটিলা হয়ে খাগড়াছড়ি শহরের দিকে আসার পথে বাসটি পাহাড়ে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায়। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।খাগড়াছড়ির ট্রাফিক পুলিশের ওসি সমুন জাহিদ বলেন, আমার ধারণা চালক ঘুমিয়ে পড়েছিল। এতে বাসটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে অন্তত ২০ জনের মতো আহত হয়েছে। দুর্ঘটনার ১ ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, আহতদের মধ্যে কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা বেশি গুরুতর নয়।

ওসি আরও বলেন, সকাল ৯টার দিকে খাগড়াছড়িদীঘিনালা সড়কের ৮ মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। তবে তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয় : পলক
পরবর্তী নিবন্ধনির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় বিএনপি হতাশ