পাহাড়ের পাদদেশে সেমিপাকা ঘর, বিপদের শঙ্কা

চমেক হাসপাতাল এলাকা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে ডা. মিজান হোস্টেলের (ইন্টার্ন হোস্টেল) দক্ষিণ পাশে থাকা একটি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বাস করেছ কয়েকটি পরিবার। সেমি পাকা ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করছেন। কিন্তু পাহাড়ের পাদদেশে হওয়ায় যেকোনো সময় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, এখানে যে বাসাবাড়ি বা স্থাপনা তৈরি করা হয়েছে, তা অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। এখানে কাউকে কোনো ধরনের ঘর বা স্থাপনা তৈরিতে অনুমতি দেয়া হয়নি। অনুমতির প্রশ্নই আসে না। এরপরও হাসপাতালের স্টাফদের কেউ কেউ অবৈধভাবে ঘর তোলে সেখানে থাকছেন।

ওই জায়গায় পাহাড় ধসের ঝুঁকি থাকায় অবৈধ এসব স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। তিনি বলেন, আমরা জেলাপ্রশাসনকে চিঠি দিয়েছি। কারণ, ওই জায়গায় পাহাড় ধসে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ঝুঁকিপূর্ণ ওই জায়গা থেকে সরে যেতে বাসিন্দাদেরও নোটিশ দেয়া হয়েছে। জেলা প্রশাসনের সহায়তাও আমরা চেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধকদর বেশি, লাভও ভালো
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় ট্রলারডুবে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার