পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উদযাপনে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা অলরেডি জানিয়েছি, জনসাধারণের সুবিধার জন্য ৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। আরো একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে– চৈত্র সংক্রান্তিতে (১৩ এপ্রিল) তিন পার্বত্য জেলায় ছুটি থাকবে। এমনিতে পহেলা বৈশাখে ছুটি থাকে। বৈসাবি উপলক্ষে নির্বাহী আদেশে ১৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে জানিয়ে শফিকুল বলেন, সমতলে বাঙালি ছাড়া অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য এ ছুটি প্রযোজ্য হবে। খবর বিডিনিউজের।
চাকমাদের বৈসু, মারমাদের সাংগ্রাই এবং ত্রিপুরাদের বিহু– তিন সমপ্রদায়ের বর্ষবরণ উৎসবের আদ্যক্ষর থেকে বৈসাবি নামকরণ হয়েছে। প্রতিবছর ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় রীতি–নীতি মেনে পাহাড়িরা এ উৎসব উদযাপন করেন। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এ বছরতো নির্বাহী আদেশে হল, আমরা আশা করছি এটা চলমান থাকবে।
এর আগে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার নির্বাহী আদেশে ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাতে এবার ঈদে ৯ দিনের অবকাশে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।