পাহাড়ি সন্ত্রাসীদের নির্যাতনের বিরুদ্ধে চন্দনাইশে মানববন্ধন

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪২ পূর্বাহ্ণ

পাহাড়ি সন্ত্রাসীদের অপহরণ, নির্যাতন থেকে বাঁচতে চন্দনাইশে এবার মানববন্ধন কর্মসূচি করেছে ভুক্তভোগী সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বাদামতল এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার পাহাড়ি জনপথ কাঞ্চননগর হাশিমপুর, ছৈয়দাবাদ, লড এলাহাবাদ, ধোপাছড়ি এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। এসব এলাকার নিরীহ বাগান মালিক, কৃষক, বাগান শ্রমিক, কাঠুরিয়াদের অপহরণপূর্বক মুক্তিপণ আদায় ও শারীরিকভাবে নির্যাতন চালিয়ে আসছে তারা। ইদানিং পাহাড়ি সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিলেও ধরাছোয়ার বাইরে রয়েছে তারা। বিগত এক বছরেই চন্দনাইশের বিভিন্ন এলাকা থেকে শতাধিক সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পাশাপাশি শারীরিক নির্যাতন চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা।

বর্তমানে বাগান মালিক, শ্রমিক, কৃষক ও কাঠুরিয়ারা পাহাড়ে যেতেও সাহস পাচ্ছে না। অথচ পাহাড়ে পেয়ারা, লেবু বাগান এবং চাষাবাদ করে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে আসছেন। পাহাড়কে অবলম্বন করে বেঁচে আছে হাজার হাজার কাঠুরিয়া। পাহাড়ি সন্ত্রাসীদের থেকে রক্ষা পেতে গতকাল বিকেলে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার কাঞ্চননগর বাদামতল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে পেয়ারা ও লেবু বাগান মালিক, শ্রমিক ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুল ইসলাম, মো. আয়ুব মেম্বার, বাদামতল বাজার কমিটির সহসাধারণ সম্পাদক তানভীর মামুন, বাগান মালিক শহিদুল ইসলাম, ইয়াকুব আলী, বাপ্পু, ভুক্তভোগীদের মধ্যে আহমদ হোসেন, মুন্সি মিয়া প্রমুখ। বক্তারা পাহাড়ি সন্ত্রাসীদের অত্যাচারনির্যাতন থেকে রেহাই পেতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার জোর দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় লোহাগাড়ায় আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধযুব রেড ক্রিসেন্ট চিটাগাং আইডিয়্যাল হাই স্কুলের প্রশিক্ষণ সনদ বিতরণ