পাহাড়ি ঢলে বাড়ছে মাতামুহুরী নদীর পানি, বন্যার শঙ্কা

চকরিয়ায় ঝুঁকিপূর্ণ স্থান থেকে বাসিন্দাদের সরাতে মাইকিং

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত বাড়তে থাকায় পার্বত্য অববাহিকায় মাতামুহুরী নদীতে বেড়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি। একদিকে পাহাড়ি ঢলের পানি, অন্যদিকে সামুদ্রিক অস্বাভাবিক জোয়ারের পানিতে কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় নিন্মাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কম করে হলেও উপজেলার ১৮টি গ্রাম ও একটি পৌরসভার কয়েক হাজার পরিবার দুর্ভোগে পড়েছেন। পাহাড়ে ও সমতলে বৃষ্টি অব্যাহত থাকায় যেকোন সময় বন্যার আশঙ্কা করছেন বোদ্ধামহল। এই পরিস্থিতিতে চকরিয়া উপজেলা প্রশাসন পাহাড় ও উপকূলের বেড়িবাঁধসহ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে গতকাল মঙ্গলবার দুপুর থেকে প্রচারণা (মাইকিং) শুরু করেছেন।

মাতামুহুরী নদীবিধৌত ইউনিয়নগুলোর জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ভারী বর্ষণের সাথে মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বাড়তে শুরু করেছে। এতে করে নদী তীরের কাছে বসবাসকারী পরিবারগুলোতে আতঙ্ক ছড়িয়েছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়েও চলে যাচ্ছে সম্ভাব্য ক্ষতি এড়াতে। সরেজমিন চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে পৌর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পৌরবাসী, স্কুলকলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর কর্তৃপক্ষের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি ড্রেনগুলো ময়লাআবর্জনায় ভরপুর থাকায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ পাচ্ছে। মাতামুহুরী নদী তীর সংলগ্ন চকরিয়া পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি স্থানে মাতামুহুরী নদীর শহর রক্ষা বাঁধ (গাইড বাঁধ) ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই বাঁধের পাড়ে বসবাসরত পরিবার ভয়াবহ ঝুঁকিতে দিন পার করছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন জানিয়ে দৈনিক আজাদীকে বলেন, বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়সহ ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। ইউএনও বলেন, সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন সংশ্লিষ্টদের নিয়ে সতর্ক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহালদার ফটিকছড়ি অংশে অবাধে বালি উত্তোলন হুমকির মুখে মৎস্য প্রজনন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু