উখিয়ার গহীন বনের পাহাড়ের ঝিরিতে পড়ে একটি বন্য হাতির বাচ্চার মৃত্যু হয়েছে। মারা যাওয়া হাতিটির বয়স আনুমানিক ৬/৭ মাস হতে পারে। গতকাল সোমবার বিকেলে উখিয়ার ইনানী বন রেঞ্জের চোয়ানখালি বনাঞ্চলে মৃত হাতটি পাওয়া গেছে বলে জানিয়েছেন ইনানী বন রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন।
তিনি বলেন, দুপুরে উখিয়ার ইনানি রেঞ্জের চোয়ানখালী বন বিটের গহীন বনের পাহাড়ের ঝিরিতে একটি বন্যহাতি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। লোকজনের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে হস্তী শাবকের মৃত্যু নিশ্চিত হওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাচ্চা হাতিটি খাদ্যের জন্য মায়ের কাছ থেকে আলাদা হয়ে পাহাড়ের ওপর থেকে পড়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। এটি উদ্ধার করে নিরাপদ একটি জায়গায় মাটিচাপা দেওয়ার প্রক্রিয়া চলছে।