হজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভা নগরীর স্টেশন রোডস্থ হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনালের হল রুমে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম। সভায় সরকারের প্রতি দাবি জানিয়ে বক্তারা বলেন, চলতি সালের হজের নিবন্ধন এক প্রকার শেষ হয়েছে। এতে হজযাত্রীর সংখ্যা প্রায় ৮৪ হাজার। অর্থাৎ কোটার তিন ভাগের এক ভাগ খালি যাচ্ছে। এবারই চট্টগ্রাম বিভাগের হজ্বযাত্রীগণের কার্যক্রম পাহাড়তলী হাজী ক্যাম্প থেকে শুরু করে দেয়া হোক। যাতে হজ কাফেলা এজেন্সী, তাদের স্টাফদের ও হজযাত্রীদের ঢাকা দৌড়াদৌড়ি করতে না হয়। পরিষদের যুগ্ম–মহাসচিব সালেহ আহমদ সুলেমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, অধ্যাপক কাজী সাহাদাৎ হোসাইন, অ্যাড. আনোয়ারুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ ইদ্রিস আগ্রাবাদী, আবুল কাশেম খান, অ্যাড. ছমিউদ্দিন, কাজী আরিফুল ইসলাম, আবু তৈয়ব, জাহেদ হোছাইন, শহীদুল কাদের খান, মাওলানা কাজী মোহাম্মদ শিহাব উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, আহাম্মদ সেলিম চৌধুরী, হারুন–আল–রশিদ, মোহাম্মদ নাঈম, মো. শফিউল আলম, ডা. আনছার মুহাম্মদ জানে আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।