অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে হজ্বযাত্রী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা গত বৃহস্পতিবার দুপুরে নগরীর পাহাড়তলী হাজী ক্যাম্পে অনুষ্ঠিত হয়। হজ্বযাত্রী কল্যাণ পরিষদের মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ–সভাপতি প্রফেসর ড. এ.কে.এম সাইফুদ্দীন, যুগ্ম–মহাসচিব সালেহ আহমেদ সুলেমান, অর্থ–সচিব আবু মুহাম্মদ নুরুল ইসলাম, দপ্তর সচিব অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ ইলিয়াস, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মুহাম্মদ আবু আহসান।
সভায় পরিষদ নেতৃবৃন্দ চট্টগ্রাম বন্দর দিয়ে সাগরপথে হজ্বযাত্রী প্রেরণ এবং পাহাড়তলী হাজী ক্যাম্পকে চট্টগ্রাম বিভাগীয় হজ্ব অফিস হিসেবে চালু করা নিয়ে, সাথে হজ্বযাত্রীর বিমান ভাড়া কমানো নিয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, হজ্বযাত্রী কল্যাণ পরিষদ দীর্ঘ প্রায় এক যুগ যাবৎ এই বিষয় নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমলাতন্ত্র জটিলতায় তা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। ধর্ম বিষয়ক উপদেষ্টা এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।