চট্টগ্রামের সদরঘাট নৌ পুলিশের অভিযানে পাহাড়তলী এলাকা থেকে বিভিন্ন প্রজাতির ১ হাজার কেজি ছোট বড় ইলিশ ও পোয়া মাছ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা বলে নৌ পুলিশ জানায়।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৩ টার দিকে নগরীর পাহাড়তলী দক্ষিণ কাট্টলি রাসমনি ঘাট থেকে এসব মাছ জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) আ.ফ.ম নিজাম উদ্দিন। অভিযানে অংশ নেন সদরঘাট নৌ পুলিশ ও কুমিরা নৌ পুলিশ ফাঁড়ি।
অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলি রাসমনি ঘাটে নৌ পুলিশের অভিযানে ছোট বড় ৩০০ কেজি ইলিশ মাছ (১৫ হাজার টাকা), পোয়া মাছ ২০০ কেজি (মূল্য ৪০ হাজার টাকা), কাটা ইলিশ ৩০০ কেজি (দেড় লক্ষ টাকা), লবণ ইলিশ ১৫০ কেজি (৭৫ হাজার টাকা), কাটা লবণ ইলিশ ১৫০ কেজি (৭৫ হাজার টাকা) মালিকবিহীন ভাবে পরিত্যক্ত অবস্থায় মোট বিভিন্ন প্রজাতির ১ হাজার কেজি জব্দ করা হয়। এতে কিছু মাছ খাওয়ার অনুপযোগী থাকায় বিধি মোতাবেক ধ্বংস করা হয়।
এ বিষয়ে সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘মাছগুলো জেলা মৎস্য কর্মকর্তা উপস্থিততে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।’