পাহাড়তলী থানা থেকে লুট ৫ অস্ত্র সেনাবাহিনীর নিকট হন্তান্তর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ১১:৫৩ অপরাহ্ণ

পাহাড়তলী থানা থেকে লুট হওয়া ৫টি অস্ত্র ফিরিয়ে দিয়েছে এলাকাবাসী। গত ৫ আগস্ট বিক্ষুদ্ধ জনতা এই অস্ত্রগুলো পাহাড়তলী থানায় হামলা চালিয়ে থানা থেকে এই কেড়ে নিয়েছিল। বৃহস্পতিবার (৮ আগস্ট) এলাকাবাসী অস্ত্রগুলো থানার আশপাশে খুঁজে পেয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে শটগান, থ্রি নট থ্রি রাইফেল, দোনালা বন্দুক। স্থানীয়রা জানায়, গত ৫ আগস্ট সোমবার রাতে উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে পাহাড়তলী থানাসহ নগরীর প্রায় থানায় হামলা চালায়।

ওই সময় বিক্ষুদ্ধ জনতা থানা থেকে অস্ত্র লুট অগ্নিসংযোগ চালায়। পাহাড়তলী থানায় লুট হওয়া বেশ কিছু অস্ত্রের মধ্যে বৃহস্পতিবার ৫টি অস্ত্র খুঁজে পেয়ে তারা সেনাবাহিনীর কাছে অস্ত্রগুলো হন্তান্তর করে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম নগর যুবদলের দুই সহ-সভাপতিকে বহিস্কার
পরবর্তী নিবন্ধড. ইউনূস, দৈনিক আজাদী ও একটি শিরোনাম