পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

গত ৫ আগস্ট চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও অস্ত্র লুটপাটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দোনলা বন্দুক (এলজি) এবং ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে পাহাড়তলী থানাধীন নয়াপাড়া রেলবিটের পশ্চিম পাশে হালিম কোম্পানির বাড়ি সংলগ্ন খালি জায়গা থেকে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মালিকা মজুমদারের বাড়ির মৃত আক্তার হোসেনের ছেলে মো. মালেক (২৫) এবং আকবর শাহ থানার শহিদ লেন এলাকার মো. নয়নের ছেলে মো. বিজয় (২২)। পুলিশ জানিয়েছে, মো. মালেক নামে একজনকে আজমনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পর ৫ আগস্ট পাহাড়তলী থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যান্য লোকজনের সঙ্গে তিনিও জড়িত ছিলেন বলে জানান। আরও জানান, তার সহযোগী বিজয়ের কাছে থানা থেকে লুটের অবৈধ অস্ত্র আছে। মালেকের দেওয়া তথ্যে বিজয়কে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের উভয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র এবং কার্তুজগুলো একটি সাদা রংয়ের বাজারের ব্যাগ থেকে উদ্ধার করা হয়। পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ জানান, এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ আজাদীকে বলেন, গ্রেপ্তার আসামি মালেকের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় দস্যুতা, ছিনতাই, চুরি ও অস্ত্র আইনে অনেকগুলো মামলা রয়েছে। নগরের বিভিন্ন থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তার দুজনকে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে। কাল বুধবার (আজ) তাদের কারাগারে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক মো. মাহবুব উল আলমের দাফন সম্পন্ন
পরবর্তী নিবন্ধযৌথ বাহিনীর হাতে আটকের পর কারাগারে জানে আলম