রেলওয়ের পাহাড়তলী কারখানায় এবারও আগে ভাগে শুরু হয়েছে ঈদের অতিরিক্ত কোচ মেরামতের কাজ। প্রতি বছর ঈদে ট্রেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে রেলওয়ের পাহাড়তলী ও সৈয়দপুর কারখানায় পুরনো বগিগুলো মেরামত করা হয়। কারখানায় মেরামতকৃত কোচগুলো ঈদের সময় প্রতিটি ট্রেনে চাহিদা মাফিক যুক্ত করা হয়ে থাকে।
পাহাড়তলী কারখানায় মেরামত হচ্ছে ৯০টি কোচ: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও আগেভাগে পাহাড়তলী ওয়ার্কশপে শুরু হয়েছে ঈদের কোচ মেরামতের কাজ। এবার পাহাড়তলী কারখানায় ৯০টি অতিরিক্ত কোচ মেরামত করা হচ্ছে। এরমধ্যে ৩০টি কোচের মেরামত কাজ শেষ হয়েছে বলে পাহাড়তলী ওয়ার্কশপের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে। এবারের ঈদে অগ্রিম টিকিট যারা পাবেন না–তাদের জন্য দুটি স্ট্যান্ডিং টিকিটের ট্রেন (তাৎক্ষণিকভাবে টিকিট কেটে দাঁড়িয়ে যাওয়ার জন্য) চলবে।
প্রতি বছর ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে প্রতিটি ট্রেনে ২টি থেকে ৪টি পর্যন্ত অতিরিক্ত কোচ সংযুক্ত করা হয়। নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ঈদ স্পেশাল চালু করা হয়। স্পেশাল ট্রেন এবং নিয়মিত ট্রেনের অতিরিক্ত কোচগুলো কারখানায় রমজান শুরুর প্রায় ১ মাস আগে থেকেই মেরামতের কাজ শুরু হয়ে থাকে। এবার সেই লক্ষ্যে পাহাড়তলী কারখানায় ঈদের অতিরিক্ত কোচ মেরামতের কাজ শুরু হয়েছে প্রায় এক মাস আগে থেকেই।
এই ব্যাপারে পাহাড়তলী কারখানার কর্ম ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ আমীর উদ্দিন আজাদীকে জানান, প্রতি বছরের মতো এবারের পবিত্র ঈদুল ফিতরেও পূর্বাঞ্চলের প্রতিটি যাত্রীবাহী ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত হবে। ফেব্রুয়ারির ১ তারিখ থেকে পাহাড়তলী কারখানায় আমরা ঈদের কাজ (অতিরিক্ত বগি মেরামত) শুরু করেছি। এবার আমরা পাহাড়তলী কারখানায় ৯০টি বগি মেরামত করছি। এরমধ্যে ৩০টির কাজ শেষ হয়েছে। এগুলো আমরা পরিবহন বিভাগকে বুঝিয়ে দেবো। অবশিষ্ট বগিগুলো রমজানের মধ্যে মেরামতের কাজ শেষ করে বুঝিয়ে দেবো। ঈদে প্রতিটি ট্রেনে ৩ থেকে ৪টি করে অতিরিক্ত কোচ যুক্ত হবে। এছাড়াও স্পেশাল ট্রেন চলবে।
এবার নতুনভাবে যুক্ত হচ্ছে স্ট্যান্ডিং টিকিটের ২টি ট্রেন: এবারের ঈদে অগ্রিম টিকিট যারা পাবেন না–তাদের জন্য স্ট্যান্ডিং টিকিটের দুটি ট্রেন (তাৎক্ষণিকভাবে টিকিট কেটে দাঁড়িয়ে যাওয়ার জন্য) চলবে বলে জানান পাহাড়তলী কারখানার ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ আমীর উদ্দিন। তিনি বলেন, স্ট্যান্ডিং টিকিটের যাত্রীদের জন্য দুটি ট্রেনের বগি আমরা এখন বানাচ্ছি। এই দুটি ট্রেনের বগিতে লম্বা সিট থাকবে। বগিগুলোতে আমরা লম্বা করে সিট বানাচ্ছি। যাত্রীরা তাৎক্ষণিকভাবে টিকিট কেটে দাঁড়িয়ে এবং বসে গন্তব্যে যেতে পারবেন।
প্রতিটি স্ট্যান্ডিং টিকিটের ট্রেনে ১২টি করে বগি থাকবে। আগামী ২৬ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় ঢাকায় স্ট্যান্ডিং টিকিটের ট্রেন দুটি উদ্বোধন করবেন।