পাহাড়তলীর বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্মরণসভা

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীস্থ বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রাণহরি দাশের স্মরণসভা গত ১০ জুন বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অলোক কুমার দাশ।

স্বাগত বক্তব্য রাখেন বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কুমার পাল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম গ্রামার স্কুলের একাডেমিক এডভাইজার অধ্যাপক বনগোপাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহসভাপতি অহিদুল আমিন, প্রাণহরি আমীন একাডেমির সভাপতি এরশাদুল আমিন। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অনজন মহাজনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অশোক দাশ পল্টন, রাধা দেবী, মিনু রানী দেবী, দেবাশীষ চৌধুরী, সদানন্দ ভট্টাচার্য, সুজন সর্ববিদ্যা, সুকান্ত দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধছোবহানিয়া আলীয়া কামিল মাদরাসার অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস