পাহাড়তলীতে ২৬ দোকান উচ্ছেদ, সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

অনুমোদিত নকশা লঙ্ঘন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৮:০৮ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীতে পরিচালিত এক অভিযানে ৬টি স্থাপনায় ২৬টি দোকান উচ্ছেদ করেছে সিডিএ। এ সময় ভবন মালিকদের কাছ থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

সিডিএ সূত্র জানিয়েছে, পাহাড়তলীর বৌ বাজার ও পানিরকল এলাকায় হালিশহর সড়ক এবং ট্রাংক রোডের পাশে অননুমোদিতভাবে নির্মিতব্য ৬টি স্থাপনায় ২৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত স্থাপনাগুলো উচ্ছেদ করার নির্দেশ এবং জরিমানা আদায় করেন। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী, অথরাইজড অফিসার২ তানজিব হোসেন এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান এজিএম সেলিম।

সিডিএ সূত্র জানিয়েছে, অননুমোদিত এবং অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিতব্য স্থাপনাসমূহের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম নির্দেশনা প্রদান করেছেন। এই প্রেক্ষিতে গতকাল পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনাকালে ২৬টি দোকান উচ্ছেদ এবং অবৈধভাবে নির্মিত স্থাপনাসমূহের মালিকদের কাছ থেকে ১০ লাখ ৫০ হাজার জরিমানা আদায় করা হয়। সিডিএ সূত্র জানিয়েছে, অবৈধভাবে নির্মিত ভবনসমূহের বিরুদ্ধে সিডিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধগণভবনে মিলল টিউলিপের প্রচারপত্র
পরবর্তী নিবন্ধহাসিনাসহ জড়িতদের কলরেকর্ডের ফরেনসিক পরীক্ষার নির্দেশ