পাহাড়তলীতে রেলওয়ের জমি দখলমুক্ত, ৩৫ স্থাপনা উচ্ছেদ

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের পাহাড়তলীতে শহীদ শাহজাহান মাঠ এলাকায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ ও নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত এ অভিযানে ৩৫টি দোকান ও বসতঘর উচ্ছেদ করা হয় এবং প্রায় ৩ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়।

অভিযান পরিচালনা করেন বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর তংচইগা। তিনি জানান, উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে দোকানপাট ছাড়াও কিছু কারখানার অবৈধ স্থাপনা ছিল।

তিনি আরো জানান, এই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান ও ঘরবাড়ি গড়ে উঠেছিল, যা দখল দারদের সতর্ক করা হয়েছিল। ভবিষ্যতে সরকারি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে দাওয়াত খেতে গিয়ে ছিনতাইয়ের শিকার সাবেক পুলিশ কর্মকর্তা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে কার্টনের ভিতর মিলল নবজাতকের লাশ