পাহাড়তলীতে ফিলিস্তিনিদের জন্য দোয়া মাহফিল

| শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

ইসরায়েলি বর্বরতায় নিহত ফিলিস্তিনিদের রূহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় নগরের পাহাড়তলীতে দোয়া মাহফিল হয়েছে। গতকাল জুমার নামাজের পর পাহাড়তলী ওয়ার্ডস্থ কাঠালবাগান জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ফিলিস্তিনের গাজায় নির্মম গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় খাদ্য ও পানীয় সরবরাহ বন্ধ করে দিয়ে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি এবং গাজাবাসীকে দুর্ভিক্ষের মুখে ফেলেছে। ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যায় মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের জোরালো ভূমিকা রাখা উচিত। ফিলিস্তিনিদের পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা এবং শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোমিনুল হক। উপস্থিত ছিলেন খুলশী থানা বিএনপি নেতা আমান উল্লাহ আমান, মো. কামাল উদ্দীন, মো. সালাউদ্দিন, আবুল বাশার আদর, মো. রেজাউল, মো. সেলিম, মো. নাসির উদ্দীন, আবদুস সবুর, মো. স্বপন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডার শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ বিষয়ক মতবিনিময়
পরবর্তী নিবন্ধহয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা