পাহাড়তলীতে চালের আড়তকে লাখ টাকা জরিমানা

নকল বস্তায় বাজারজাত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:২৪ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজারে বিভিন্ন কোম্পানির চালের বস্তায় চাল বাজারজাত করার দায়ে একটি চালের আড়তকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপর একটি ডিমের আড়তকে নানা অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের অভিযানে এসব অনিয়মের বিষয় ধরা পড়ে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ।

অভিযানে ডিমের পাইকারি প্রতিষ্ঠানে উৎস বিক্রেতার তথ্য, ক্রয় রসিদ ও প্রদর্শিত মূল্য তালিকার মধ্যে অসামঞ্জস্যতা থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেসার্স শাহ পরান স্টোর নামের চালের পাইকারি দোকানে বিভিন্ন কোম্পানির বস্তায় নিজেরাই চাল বস্তাজাত করে (মেসার্স হাজী আব্দুর রহমান অটোমেটিক রাইস মিলের বস্তা ব্যবহার করে) বিক্রয়ের উদ্দেশে প্রদর্শন করায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বন্যহাতির আক্রমণে নারীসহ দুইজনের মৃত্যু