‘পাস করলে থাকবো নইলে সালাম জানিয়ে বিদায় নিবো’

| মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

দেশের গুণী অভিনেত্রী ডলি জহুর। নিজের দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা, নাটক, টেলিফিল্ম। আর এখন নিজেকে তৈরি করছেন পরিচালক হিসেবে। শুটিং শেষ করেছেন তার পরিচালিত প্রথম টেলিফিল্ম ‘দাঁড়কাক’র। এটি দেখানো হবে চ্যানেল আইতে। ক’দিন আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পেয়েছেন। অনুভূতি কেমন? ডলি জহুর বলেন, আমার আলাদা কোনো কিছু মনে হচ্ছে না। তবে আমি কেন পুরস্কার পেলাম সেটা আমার প্রশ্ন। এটি কেন পেলাম তা শুধু জুরি বোর্ড বলতে পারবে।

আর সম্মাননা সবসময় আনন্দদায়ক এবং আমিও এর ব্যতিক্রম নই। বর্তমানে সময়ের শিল্পীদের কেমন দেখছেন? অভিনেত্রী বলেন, আমাদের শোবিজ অঙ্গনে নতুনরা দারুণ করছে। সমপ্রতি পরিচালনায় নাম লিখিয়েছেন অভিনেত্রী ডলি জহুর। এ প্রসঙ্গে তিনি বলেন, পরিচালনায় দায়িত্বটা একটু বেশি। কেন না এতদিন নিজে অন্যের কাজ করে এসেছি আর এখন আমার দায়িত্বে কিছু শিল্পী কাজ করেছে। তবে পরবর্তীতে পরিচালনায় যাবো কিনা তা আমার প্রথম কাজের ওপর নির্ভর করবে। আমি আমার কাজকে পাস এবং ফেলের সঙ্গে তুলনা করছি। পাস করলে থাকবো নইলে সালাম জানিয়ে বিদায় নিবো পরিচালনা থেকে।

পূর্ববর্তী নিবন্ধঈদে আসছে ‘প্রেম প্রীতির বন্ধন’
পরবর্তী নিবন্ধঐশী-সাকিবের আংটিবদল