পাসপোর্ট প্রক্রিয়া সহজ করার নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবদন করা হয়েছে। আনুষ্ঠানিকতার নামে হয়রানি বন্ধ করে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের ভিত্তিতে সাত দিনের মধ্যে পাসপোর্ট ইস্যু করার নীতিমালা তৈরির নির্দেশনা চাওয়া হয়েছে সেখানে। বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়ারুল ইসলাম এই রিট আবেদন করেছেন। গতকাল বুধবার হাই কোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল–জলিলের বেঞ্চে এ বিষয়ে প্রাথমিক শুনানির পর ৯ জুলাই পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে। রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন বিএনপি নেতা আইনজীবী তৈমুর আলম খন্দকার। খবর বিডিনিউজের।
তিনি বলেন, সারাদেশে পাসপোর্ট অফিসের অনিয়ম বিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা কেন অবৈধ হবে না, এ মর্মে রুল জারির প্রার্থনা জানিয়েছেন তারা। এছাড়া পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়া আরও সহজ করতে নীতিমালা তৈরির নির্দেশনা চাওয়া হয়েছে তাদের আবেদনে। স্বরাষ্ট্র সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে এ রিট মামলায়। কয়েকটি পত্রিকার প্রকাশিত অনিয়ম, দুর্নীতি ও হয়রানির খবর আবেদনে যুক্ত করে দেওয়া হয়েছে। আইনজীবী হিসাবে তৈমুর আলম খন্দকারের সঙ্গে ছিলেন ইয়ারুল ইসলাম ও ব্যরিস্টার মারিয়াম খন্দকার।