পাসপোর্ট জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

পাসপোর্ট জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই, চট্টগ্রাম মেট্রো। গত বৃহস্পতিবার বিকালে মহেশখালী থানাধীন মাতারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন এরশাদুর রহমান (৩০) ও সালেহ নূর (৩৪)। অভিযান পরিচালনাকারী পিবিআই, মেট্রোর ইন্সপেক্টর আবু জাফর মোহম্মদ ওমর ফারুক আজাদীকে বলেন, অহিদা নামে একজন অপর সহযোগী সিরাজুল ইসলামের সহায়তায় জাল কাগজপত্রের মাধ্যমে পাসপোর্ট তৈরি করতে আসে। এ সময় ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করায় ধরা পড়ে। প্রথমে মামলাটি পাঁচলাইশ থানা পুলিশ তদন্ত করে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্তভার পিবিআই চট্টগ্রাম মেট্রোর উপর অর্পণ করা হয়। পিবিআই কর্তৃক মামলাটি তদন্তকালে পাসপোর্ট অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, অহিদার পিতা রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ ইসমাইল ২০১২ সালে বাংলাদেশী পাসপোর্ট তৈরি করে সৌদি আরব চলে যায়। পাসপোর্ট তৈরির সময় সে যোগাযোগের জরুরি নম্বর হিসেবে ধৃত আসামি এরশাদুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বর প্রদান করে। মোবাইল নম্বর থেকে জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে আসামি এরশাদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি সালেহ নূর ২০১২ সালে ১ নং মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সচিবের সহকারী হিসেবে কর্মরত থেকে বিভিন্ন রোহিঙ্গা নাগরিকের নামে ভুয়া বাংলাদেশী জন্ম সনদ তৈরিসহ পাসপোর্ট তৈরিতে সহায়তা করে।
জিজ্ঞাসাবাদে আসামি এরশাদুর রহমান জানায় যে, বিভিন্ন রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট তৈরির ক্ষেত্রে তিনি দালাল হিসেবে সহায়তা করতেন। অপর ধৃত আসামি সালেহ নুর জানায় যে, ২০১২ সালে ১ নং মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সচিবের সহকারী হিসেবে কর্মরত থাকাকালে বিভিন্ন রোহিঙ্গা নাগরিকের নামে ভুয়া বাংলাদেশী জন্মসনদ তৈরিসহ পাসপোর্ট তৈরিতে সহায়তা করেছে।

পূর্ববর্তী নিবন্ধতারা এখন শুধুই স্মৃতি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের ৫ সদস্যকে প্রত্যাহার