পাশাপাশি সিটে পরিচয়, তারপর…

| শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৪৭ পূর্বাহ্ণ

ফারিনের সাথে রাশেদের প্রথম দেখা ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার সময়। পাশাপাশি সিট তাদের। এক সময় পরিচয় হয় ওদের। আদনানের আগেই নামবে ফারিন। হাত মিলিয়ে ফোন নাম্বার বিনিময় করে চলে যায় ফারিন। আদনান নিজের সেই হাতটা বুকের বাঁ পাশে রেখে মৃদু হাসে। দু’জন চলে যায় যার যার বাড়িতে। আদনান অপেক্ষা করে ফারিনের ফোনের। ২ দিন পর আসে সেই কাঙ্খিত ফোনকল। এক সময় ফারিনকে নিয়ে নিজের বাড়িতে আসে আদনান। ওদের আন্তরিকতায় ফারিনও মুগ্ধ। একসময় আদনানকেও ফারিন নিয়ে আসে ওদের বাড়িতে। পরিচয় করিয়ে দেয় বন্ধু হিসেবে। ফারিনের বাবা আদনানের উপর ভরসা করে। ওকে জানায়, সামনেই ফারিনের বিয়ে। আদনান যেন বিয়ের সময় ওদের পাশে থেকে সহযোগিতা করে। হতবাক হয়ে বুকের বাঁ পাশে হাত রেখে চলে আসে আদনান। এমনই গল্পে নির্মিত হলো টেলিফিল্ম ‘বুকের বাঁ পাশে’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন, লুৎফর রহমান জর্জ, সুষমা সরকার, শেলী আহসান প্রমুখ। টেলিফিল্ম ‘বুকের বাঁ পাশে’ প্রচারিত হবে আজ শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে এনটিভিতে।

পূর্ববর্তী নিবন্ধটাইগারকে টেক্কা দিতে চান কৃতি
পরবর্তী নিবন্ধইমতুর সঙ্গী মৌ