পাল্টা ২০ চেক কূটনীতিককে বহিষ্কার রাশিয়ার

| মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কারের পাল্টা জবাবে চেক প্রজাতন্ত্রের ২০ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে মস্কো। বিবিসির খবরে বলা হয়, চেক কূটনীতিকদের রাশিয়া ছাড়তে এক দিন সময় দেওয়া হয়েছে যদিও চেক প্রজাতন্ত্র রুশ কূটনীতিকদের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল। শনিবার ১৮ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয় দেশটি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় চেক প্রজাতন্ত্রের এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন’ এবং ‘বিদ্বেষপূর্ণ পদেক্ষপ’ বলে অভিহিত করে। তার পরদিনই রাশিয়া পাল্টা ২০ চেক কূটনীতিককে বহিষ্কারের এই ঘোষণা দিল। খবর বিডিনিউজের।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়, ‘সমপ্রতি রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে খুশি করার বাসনায় আটলান্টিকের ওপারের মনিবদেরও ছাড়িয়ে গেছে চেক কর্তৃপক্ষ।’ চেক গোয়েন্দারা দাবি করছেন, রাশিয়ার এই কূটনীতিককরা গুপ্তচরের কাজ করছেন। ২০১৪ সালে একটি গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনায় তারা সন্দেহভাজন বলেও দাবি তাদের। চেক রাজধানী প্রাগের প্রায় ৩৩০ কিলোমিটার দূরে ভার্বেটিসে ২০১৪ সালের অক্টোবরে কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে বেসরকারি কোম্পানির দুইজন কর্মকর্তা নিহত হন। ওই বেসরকারি কোম্পানি রাষ্ট্রীয় সামরিক সংগঠনের কাছ থেকে সাইটটি ভাড়া নিয়েছিল। এ ঘটনায় চেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস এক বিবৃতিতে বলেন, ‘ভার্বেটিস শহরে
গোলাবারুদের ডিপো বিস্ফোরণে রুশ গোয়েন্দা সংস্থা জিআরইউ জড়িত থাকার ব্যাপারে ঘোরতর সন্দেহ আছে।’

পূর্ববর্তী নিবন্ধমিশরে ট্রেন লাইনচ্যুত নিহত ১১
পরবর্তী নিবন্ধসৌদি পরমাণু কর্মসূচি আটকে দিতে বিল আসছে মার্কিন কংগ্রেসে