চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধারাবাহিক ৮ দিনব্যাপী গণসমাবেশ, শোভাযাত্রা কর্মসূচির প্রথম দিনে নগরীর অঙিজেন মোড়ে ১, ২, ৩, ৭, ৪২, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, যে দলের জন্ম ক্যান্টনমেন্টে এবং সামরিক স্বৈরাচারের আতুঁরঘরে রাজপথে সেই দলের একক দখলদারিত্ব থাকতে পারে না। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, আমরা কোনো দলের গণতান্ত্রিক কর্মসূচিকে বাধা দিতে কখনো পাল্টা কর্মসূচি দিতে চাই না। তবে সরকার পতনের অযৌক্তিক আন্দোলনের নামে নাশকতা ও অরাজকতা এবং জনগণের জানমালের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই মহৎ উদ্দেশ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জনগণকে সাথে নিয়ে থাকতে চাই, আছি এবং অবশ্যই থাকবো। শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নির্বাহী সদস্য গাজী শফিউল আজিম, মহব্বত আলী খান, জাফর আলম চৌধুরী, ১ নং ওয়ার্ডের শাহজাহান রশিদ, তানভির আহমদ, শাহজাদা আব্দুল মালেক, হুমায়ুন আলম মুন্না, জামাল উদ্দীন, আব্দুল শুক্কুর ফারুকী, কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, আব্দুর রহিম, ৪২ নং ওয়ার্ডের সৈয়দ মো. আমিনুল হক, ৪৩ নং ওয়ার্ডের মাহবুব আলম কন্ট্রাক্টর, ইলিয়াছ সরকার। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সফর আলী, নোমান আল মাহমুদ এমপি, আবদুচ ছালাম, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।