পাল্টাপাল্টি হামলার অভিযোগ ইলিয়াসপত্নী ও যুবলীগের

| বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রচারপত্র বিতরণকালে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অপরদিকে যুবলীগ নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ করেছে আওয়ামী লীগ। প্রচারপত্র বিতরণকালে বিএনপির দুইজনকে পুলিশ আটক করেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। খবর বিডিনিউজের।
স্থানীয়রা জানান, সিলেটে বিভাগীয় সমাবেশকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকালে নেতাকর্মীদের নিয়ে ওসমানীনগরে প্রচারপত্র বিতরণ করতে আসেন ইলিয়াসের স্ত্রী ও খালেদা জিয়ার উপদেষ্টা লুনা। এ সময়
শেরপুর থেকে দয়ামীর পর্যন্ত একদল লোক তাদের বাধা দেয়। এ ব্যাপারে তাহসিনা রুশদীর লুনা সাংবাদিকদের বলেন, ‘পূর্ব নির্ধারিত প্রচারপত্র বিতরণ কর্মসূচি চলাকালে গোয়ালাবাজার এলাকায় পুলিশ এবং যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। তারা আমার ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পুলিশ এখন উল্টো বলছে- আমরা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছি।’
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখরুউদ্দীন বলেন, হামলা প্রতিহত করতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রুপ আব্দুল আহত হয়েছেন।
তবে ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। গাড়িতে হামলার ঘটনা ঘটেনি।’ এদিকে, গোয়ালাবাজারে যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে হাত পা বাঁধা অজ্ঞাত লাশ
পরবর্তী নিবন্ধখেলাপি ঋণ মামলায় ব্যবসায়ী দম্পতির ৫ মাসের সাজা