ঢাকা থেকে পালিয়ে বিয়ে করতে আসা ৬ কিশোর-কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টায় তাদের পরিবারের সদস্যদের হাতে তাদের তুলে দিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার সন্ধায় এই ৬ কিশোর-কিশোরীকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে হেফাজতে নেয় কোতোয়ালী থানা পুলিশের একটি টিম। পরিবারের হাতে তুলে দেয়ার আগ পর্যন্ত তারা থানা পুলিশের হেফাজতেই ছিল।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা আজাদীকে জানান, পালিয়ে বিয়ে করতে আসা ৬ কিশোর-কিশোরীকে হেফাজতে নিয়ে তাদের পরিবারকে খবর দেয়া হয়। সে অনুযায়ী তাদের পরিবার স্থানীয় জনপ্রতিনিধি সাথে করে থানায় আসেন। একপর্যায়ে চট্টগ্রামের সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে হেফাজতে নেয়া কিশোর-কিশোরীকে তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়। তারা চট্টগ্রাম ত্যাগ করেছেন।
৬ কিশোর-কিশোরীদের মধ্যে একজন ছাড়া সবার বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। তাদের সকলের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায়। মূলত বিয়ে করতেই তারা ঢাকা থেকে চট্টগ্রাম পালিয়ে আসেন।