ওমান উপসাগরে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি তেলের ট্যাংকার আটক করেছে ইরান। একটি ইরানি নৌকাকে ধাক্কা দিয়ে ট্যাংকারটি পালাতে চেয়েছিল। কিন্তু তার আগেই দেশটির সেনাবাহিনী সেটি আটক করে। এ ঘটনায় কয়েকজন ক্রু আহত হয়েছেন।
ইরানের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, পারস্য উপসাগরে থাকা সেনা সদস্যরা মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি তেলের ট্যাংকার আটক করেছে। ওমান উপসাগরে ট্যাংকারটি একটি ইরানি নৌকাকে ধাক্কা দিয়েছিল। এ ঘটনায় নৌকার নাবিকের দুই সদস্য নিখোঁজ, আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার পরপরই ট্যাংকারটি পালাতে চেয়েছিল। খবর বাংলানিউজের।
আন্তর্জাতিক জলসীমায় তেলের ট্যাংকার আটকের খবর নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনীও। মেরিন ট্রাফিক ডটকম থেকে পাওয়া জাহাজের স্যাটেলাইট ট্র্যাকিং ডেটা অনুসারে, বৃহস্পতিবার বিকেলে ওমানের রাজধানী মাস্কাটের ঠিক উত্তরে ওমান উপসাগরে ট্যাংকারটি দেখায়। এটি কুয়েত থেকে এসেছিল এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে ট্যাংকারটি যাত্রা করেছিল।
 
        
