পালাতে গিয়ে উল্টে গেল ট্রাক সড়কে দুই ঘণ্টার দুর্ভোগ

চুনতিতে আলু বোঝাই ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে আলু বোঝাই ট্রাকের ধাক্কায় নূর মোহাম্মদ (৩৫) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ পার্বত্য বান্দরবান জেলার আলী কদম উপজেলার চৈক্ষাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আহমদ হোসেনের ছেলে ও ৩ সন্তানের জনক। তিনি আলী কদমে একটি কওমী মাদ্‌রাসায় শিক্ষকতা ও মসজিদের ঈমামের দায়িত্ব পালন করতেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে কক্সবাজারমুখী আলু বোঝাই ট্রাকের সাথে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে প্রাণ হারায়।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মাথা থেতলে যায়। দুর্ঘটনার পর আলু বোঝাই ট্রাকটি দ্রুত পালাতে গিয়ে ঘটনাস্থলের অদূরে আজিজনগর এলাকায় সড়কের উপর উল্টে যায়। ফলে মহাসড়কের উভয়পাশে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপালিয়ে থাকা ধর্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগ্যাস লাইন নির্মাণে জটিলতা কাটবে কবে