পালাগানের মঞ্চ থেকে কোক স্টুডিওতে

| বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

কোক স্টুডিওর আলোঝলমলে মঞ্চ এবার মাতলো পালাগানে। শিল্পী ইসলাম উদ্দিন ‘দেওরা’ শিরোনামের গান নিয়ে অন্যরূপে মেলে ধরলেন নিজেকে। কোক স্টুডিও বাংলায় রোববার প্রকাশ করেছে নতুন গান ‘দেওরা’। সিরাজগঞ্জ অঞ্চলের নৌকা বাইচের গান ‘হাত ছেড়ে দাও সোনার দেওরা রে’র নতুন সংগীতায়োজন করেছে কোক স্টুডিও। গানের শুরুতে গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান যখন ‘এত সুরে রঙিন, সোনার তরী’ গাইতে গাইতে মঞ্চে প্রবেশ করেন, তখন বোঝার উপায় থাকে না, নানা ধরনের ইন্সট্রুমেন্টের বাজনায় কিছুক্ষণ পর কী শুরু হতে যাচ্ছে। খবর বিডিনিউজের।

এরপর ‘দেওরা’ গান গেয়ে সহশিল্পীর সঙ্গে নাচের হুল্লোড় তুলে দেন পালাগানে আসর মাতানো শিল্পী ইসলাম উদ্দিন। ইসলাম ও প্রীতম ছাড়াও গানে কণ্ঠ দিয়েছেন আরমীন মুসা এবং তার কয়্যার ‘ঘাসফড়িং’। ইসলাম উদ্দিন জানিয়েছেন, ‘দেওরা’ গানের মূল স্রষ্টা সিরাজগঞ্জের ফজলু মাঝি (ফজুলুল হক), গানের সুরও বেঁধেছেন তিনি। আর গায়ক ইসলাম উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার নোয়াবাদ গ্রামে। সংগীত পরিচালনার পাশাপাশি গানে নতুন কিছু কথাও যুক্ত করেছেন গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান।

প্রকাশের পর ৩২ লাখের বেশি মানুষ গানটি দেখছেন। ইউটিউব ট্রেন্ডে বুধবার গানটি ৩ নম্বরে দেখা যায়। মঙ্গলবার ফোনে কথা হয় ইসলাম উদ্দিনের সাথে। গ্লিটজকে তিনি বলেন, এরকম প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেয়ে অনেক কিছু শিখেছেন। প্রীতম ভাইয়ের নির্দেশনায় কোক স্টুডিও যেভাবে চাইছে আমি সেভাবে গানটা করছি। গত ডিসেম্বরের ১২ তারিখ আমরা শুটিং করছি।

পূর্ববর্তী নিবন্ধহুমায়ূন আহমেদের শেষ গান নিয়ে সেলিম চৌধুরী
পরবর্তী নিবন্ধবুবলী বললেন, এখনও ডিভোর্স হয়নি