পালসার স্টুডিও উদ্বোধন ও এন সিরিজের মোটরসাইকেল বাজারে নিয়ে এলো

উত্তরা মোটর্স

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স লিমিটেড স্পোর্টস মোটরসাইকেল সেগমেন্টে তাদের নেতৃত্বকে আরও সুদৃঢ় করলো। ঢাকার ইস্কাটন রোডের ৩৯/এ নম্বরে অবস্থিত উত্তরা সেন্টারে ফ্ল্যাগশিপ পালসার এক্সপেরিয়েন্স সেন্টার পালসার স্টুডিও উদ্বোধনের পাশাপাশি বাজাজ পালসার এন সিরিজের প্রিমিয়াম মোটরসাইকেল এন২৫০ ও এন১৬০ উন্মোচন করলো উত্তরা মোটর্স।

গতকাল শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, পরিচালক (অর্থ ও প্রশাসন) হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, সিওও, উত্তরা মোটর্স লিমিটেড, বিভিন্ন কর্পোরেট হাউজের নির্বাহী, উত্তরা মোটর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিথি এবং বাংলাদেশ পালসার নেশন পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মতিউর রহমান বলেন, বাংলাদেশে স্পোর্টস মোটরসাইকেলিংয়ের কেন্দ্রবিন্দুতে সবসময়ই পালসার। আমাদের ফ্ল্যাগশিপ পালসার এক্সপেরিয়েন্স সেন্টার ‘পালসার স্টুডিও’ উদ্বোধন এবং পালসার এন সিরিজের প্রিমিয়াম বাইক এন২৫০ ও এন১৬০ উন্মোচনের মাধ্যমে আমরা ব্র্যান্ড এক্সপেরিয়েন্সকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি। বাংলাদেশে উচ্চ সিসির মোটরসাইকেল চালানোর অনুমতি প্রদানের জন্য সরকারের প্রগতিশীল সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, যা পারফরম্যান্সপ্রেমী রাইডারদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। পালসার স্টুডিও পালসারপ্রেমীদের জন্য একটি কেন্দ্রবিন্দু এবং উদ্ভাবন, গুণগত মান ও গ্রাহক সন্তুষ্টির প্রতি আমাদের অঙ্গীকারের প্রতীক হয়ে থাকবে। তিনি পালসারপ্রেমী এবং বাংলাদেশ পালসার নেশন সদস্যদের ধন্যবাদ জানান এবং সবাইকে মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদে মোটরসাইকেল চালানোর আহ্বান জানান। এই উদ্বোধন ও নতুন মডেল লঞ্চের মাধ্যমে উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশে বিশ্বমানের মোটরসাইকেল ও প্রিমিয়াম ব্র্যান্ড অভিজ্ঞতা প্রদানের অঙ্গীকার আরও জোরদার করলো।

উল্লেখ্য, উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষ ও সুপরিচিত অটোমোবাইল আমদানিকারক, উৎপাদক, ও বিপণনকারী প্রতিষ্ঠান। গত চার দশক ধরে প্রতিষ্ঠানটি জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত বাজাজ মোটরসাইকেল বাজারজাত করে আসছে। বর্তমানে উত্তরা মোটর্সের নিজস্ব ১৫টি শাখা অফিস এবং ৩০০টিরও বেশি ৩এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার্স) ডিলারের মাধ্যমে দেশব্যাপী বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা প্রদান করছে। এছাড়াও ঢাকার অদূরে সাভারে অবস্থিত নিজস্ব কারখানায় বছরে তিন লক্ষ ইউনিট উৎপাদন সক্ষমতা নিয়ে বিশ্বমানের বাজাজ মোটরসাইকেল উৎপাদন করছে উত্তরা মোটর্স। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বিড়িতে সুখ টান দিয়ে’ দাঁড়িপাল্লায় ভোট চাওয়া সেই প্রার্থীকে শোকজ
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ সরকার অনেক লোভ দেখিয়েছে, আপস করিনি : খসরু