বরযাত্রীর অনেকে খাবার শেষ করেছেন। বরও অনুষ্ঠানস্থলে আসার প্রস্তুতি শেষ করেছেন। এ সময় হঠাৎ ফোন এলো কনের, অনুরোধ করেন বর যাতে আর বিয়ের আসরে না যান। কারণ পার্লার থেকেই অন্যজনের সাথে পালিয়ে গেছেন কনে।
জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে আনোয়ারা চায়না ইকোনমিক জোন সড়ক সংলগ্ন বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কের একটি কমিউনিটি সেন্টারে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। প্রীতিভোজ শেষে বরের সাথে শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল কনের। বর–কনে উভয় পক্ষের প্রায় দেড় হাজার লোকের খাবারের আয়োজন করা হয়েছিল। কিন্তু পার্লার থেকে বিয়ের আসরে না এসে অন্যজনের হাত ধরে পালিয়ে যায় কনে। কনে নিজেই ফোন করে বরকে বিয়ের আসরে না আসার অনুরোধ করে। খবরটি জানাজানি হওয়ার পর মেয়ের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। রাতে স্থানীয়ভাবে বর–কনে উভয় পক্ষ বিষয়টি নিষ্পত্তি করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি সোহেল আহাম্মদ জানান, এই ধরনের কোনো ঘটনা শুনিনি।