পাক পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে কি গণইস্তফা দেবেন বিরোধীরা? একটি সংবাদমাধ্যমের দাবি, এমনটাই ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সহ-সভাপতি মরিয়ম নওয়াজ। যদি এমনটা না-ও হয়, বিরোধী ১১টি দলের জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) শীঘ্রই একটা বড় সিদ্ধান্ত নেবেই বলে দাবি মরিয়মের।
বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেহাল অর্থনীতির মতো নানাবিধ বিষয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের উপর লাগাতার চাপ বাড়াচ্ছেন বিরোধীরা। ১৬ অক্টোবর থেকে এখনও পর্যন্ত দেশের নানা প্রান্তে অন্তত পাঁচটি সরকার-বিরোধী সভা করেছে পিডিএম। পরবর্তী সভা রয়েছে লাহোরে, ১৩ ডিসেম্বর। এই সভা আয়োজনের অনুমতি না-ও দিতে পারে প্রশাসন।