পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উদযাপন

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

রাঙামাটি প্রতিনিধি জানান, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছি। সুতরাং ঐক্যবদ্ধ থাকলে চুক্তি পূর্ণ বাস্তবায়ন করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেনা রিজিয়নের উদ্যোগে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি রিজিনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি ডিজিএফআই’র অধিনায়ক কর্নেল সলমন ইবনে এ রউফ, রাঙামাটি বিজিবির সেক্টর কমান্ডার মো. তরিকুল ইসলাম প্রমুখ।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে নানা আয়োজনে পার্বত্য চুক্তির ২৪তম বর্ষপূর্তি পালিত হয়েছে। চুক্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে শান্তি চুক্তির র‌্যালি বের করে খাগড়াছড়ি রিজিয়ন ও জেলা পরিষদ। শহরের বিভিন্ন সড়ক ঘুরে র‌্যালিটি জেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। অনুষ্ঠানমালা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী রেজা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ প্রমুখ। এদিকে পার্বত্য চুক্তির মৌলিক ধারা ভূমি সমস্যা নিরসন, ভারত প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসনহ তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচনসহ মৌলিক ধারাসমূহ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি। গতকাল বৃহস্পতিবার সকালে পার্বত্য চুক্তি উপলক্ষে মারমা উন্নয়ন সংসদে আয়োজিত আলোচনা সভা থেকে দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
বান্দরবান : বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির দুই যুগপূর্তি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। পরে স্থানীয় রাজারমাঠে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক, সদর জোন কমান্ডার লে. কর্নেল আকতার উজ সামাদ রাফি, পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন। অপরদিকে চুক্তির পূর্তিতে স্থানীয় রাজারমাঠে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং সহস্রাধিক গরিব অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সেপটিক ট্যাংকে কিশোরের লাশ
পরবর্তী নিবন্ধকুমিল্লায় কাউন্সিলর হত্যার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত