পার্বত্য তিন জেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম শুরু করতে না দিতে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেয়।
রিটকারীর পক্ষে শুনানি করেন এইচআরপিবি’র আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, অবৈধ ইটভাটার মালিকরা যাতে তাদের কার্যক্রম শুরু না করতে পারে সে বিষয়ে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় ব্যবস্থা নিতে বলেছে আদালত। তাদের কার্যক্রম সম্পর্কে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসককে এ আদেশ পালন করতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।
পার্বত্য তিন জেলার লাইসেন্সবিহীন ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে করা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রিট আবেদনটি করে। অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ২০২২ সালে রিট আবেদনটি দায়েরের পর শুনানি শেষে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করে। কিন্তু বিবাদীরা এখন পর্যন্ত যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় এবং আদালতে তাদের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কোনো প্রতিবেদন দাখিল না করায় এইচআরপিবি–এর পক্ষে আদালতে এই আবেদন করার কথা বলেছেন এ আইনজীবী। তিনি আবেদনে বলেন, অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ইট উৎপাদন ও ভাটা পরিচালনার মৌসুম। এই সময়ের মধ্যে সারাদেশে অসংখ্য অবৈধ ইটভাটা তাদের কার্যক্রম শুরু করেছে এবং করতে যাচ্ছে, যা পরিবেশের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। মনজিল মোরসেদ বলেন, অবৈধ ইটভাটাগুলো যাতে কার্যক্রম শুরু করতে না পারে সে জন্য আদালতে আবেদনটি করা হয়েছে। শুনানি শেষে আদালত আদেশ দিয়েছে।
এইচআরপিবি’র পক্ষে আবেদনকারী হলেন অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরীসহ দুইজন। বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ মোট বিবাদীর সংখ্যা ২৪। শুনানিতে মনজিল মোরসেদকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মন্ডল, এখলাস উদ্দিন ভূঁইয়া, নাসরিন সুলতানা ও সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. তানিম খান।