পার্বত্য তিন আসনে পুরনোদের উপরেই আস্থা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ নভেম্বর, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলার তিন আসনে বর্তমান সংসদ সদস্যরা আবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। খাগড়াছড়ি আসনে বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি আসনে বর্তমান সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এবং বান্দরবান আসনে বর্তমান সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং নৌকার মনোনয়ন পেয়েছেন। দল থেকে পুরনোদের উপর আস্থা রাখায় কর্মীসমর্থকরা স্বস্তি প্রকাশ করেছেন।

গতকাল রোববার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশের ৩০০ আসনের মধ্যে ২৮৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘সার্ভারে ত্রুটি’, দরপত্রে অংশ নিতে না পারার অভিযোগ ঠিকাদারদের
পরবর্তী নিবন্ধবাদ পড়লেন তিন এমপি