বর্তমান শুস্ক মউসুমে খরায় পাহাড়ি ছড়াগুলো শুকিয়ে যাচ্ছে। আর ছড়া শুকিয়ে যাওয়ায় পার্বত্য জনপদে পানীয় জলের সংকট দিন দিন বাড়ছে। কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন, চিৎমরম ইউনিয়ন ছাড়াও রাঙামাটি জেলার কাউখালী, রাজস্থলী সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার প্রায় সব পাহাড়ি ছড়াই এখন পানি শুন্য হয়ে পড়েছে। পাহাড়ি ছড়ায় যখন পানির প্রবাহ থাকতো তখন পার্বত্য জনপদের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বিপুল সংখ্যক নারী পুরুষ নিত্য দিনের কাজে ছড়ার পানি ব্যবহার করতো। গোসল করা, কাপড় ধোয়া, হাড়ি পাতিল পরিষ্কার করাসহ দৈনন্দিন সব কাজে মানুষ ছড়ার পানি ব্যবহার করতো। কিন্তু বর্তমানে প্রায় সব ছড়াই শুকিয়ে আছে। তাই ক্রমান্বয়ে পানির কষ্টও বাড়ছে। রাঙামাটি জেলা পরিষদের সদস্য দিপ্তী তালুকদার পাহাড়ি ছড়া শুকিয়ে যাওয়ায় সাধারণ জনগণের অসুবিধা হচ্ছে স্বীকার করে বলেন, প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাহাড়ি এলাকা দিয়ে প্রবাহিত হওয়া ছড়াগুলো শুকিয়ে যায়। তবে ছড়ার পানি শুকিয়ে গেলেও অনেক মানুষ পানির কষ্ট ভোগ করছেনা বলেও তিনি জানান। তিনি বলেন, রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অনেকগুলো ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। সেই সব ডিপ টিউবওয়েল থেকে পানি তুলে মানুষ ব্যবহার করে কিছুটা হলেও কষ্ট লাঘব করতে পারছেন। যে সব স্থানে এখনো ডিপ টিউবওয়েল বসানো হয়নি সেখানে যাতে টিউবওয়েল বসানো হয় সে ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন বলে জানান। তবে তা সময় সাপেক্ষ হবে বলেও তিনি মন্তব্য করেন।