পার্বত্য চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ

রাঙামাটিতে পিসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২০ মে, ২০২২ at ৫:২৪ অপরাহ্ণ

“আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদারকরণে ছাত্র সমাজ অধিকতর সামিল হউন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী পরিষদ (পিসিপি)’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্র-জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শক্রবার (২০ মে) সকাল সাড়ে নয়টায় রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে পিসিপি’র উদ্যোগে আয়োজিত ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৬তম কেন্দ্রীয় সম্মেলনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবি অধ্যাপক মংসানু চৌধুরী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের অবস্থা ভয়াবহভাবে বিরাজ করছে। পার্বত্য চট্টগ্রামের সামাজিক জীবন এক অলিখিত কারাগারে বাস করতে হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে রাজনৈতিভাবে সমাধানের লক্ষ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৫ বছর হতে চললেও সরকার চুক্তির মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অবাস্তবায়িত অবস্থায় রেখে দিয়েছে। পার্বত্য চুক্তির দুই-তৃতীয়াংশ ধারা অবাস্তবায়িত রেখে দিয়ে সরকার উল্টো ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে বলে অব্যাহতভাবে দেশে বিদেশে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধগরু চুরি করে পালানোর সময় গাড়িসহ খাদে