পার্বত্য চট্টগ্রামের সকল নারী হেডম্যান কার্বারীদের ভাতা প্রদানের দাবি জানিয়েছেন সিএইচটি নারী হেডম্যান নেটওয়ার্ক।গতকাল বুধবার রাঙামাটি শহরের রাজদ্বীপ এলাকায় পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারী সম্মেলনে বক্তারা এই দাবি জানান।
সিএইচটি নারী হেডম্যান নেটওয়ার্কের কেন্দ্রীয় সভাপতি জয়া ত্রিপুরারর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। উদ্বোধক ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের অতি: জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সৌখিন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক সভাপতি কংজরী চৌধুরী।
এতে বক্তারা বলেন, নারী হিসেবে কার্বারীদের দায়িত্ব পালন করা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। নারী কার্বারীরা যদি পরিবারের কারনে দায়িত্ব পালন করতে না পারে তাহলে এলাকার জনগণ ক্ষতিগ্রস্ত হয়।সভায় সিএইচটি নারী হেডম্যান নেটওয়ার্ক নেতৃবৃন্দ নারী কার্বারীদের ভাতা প্রদান, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, পার্বত্য নারীদের উত্তরাধিকার নিশ্চিত করাসহ সাত দফা দাবি জানান সম্মেলনে। সম্মেলনে তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুইশতাধিক নারী হেডম্যান ও কার্বারী উপস্থিত ছিলেন।












