পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগ্যাল এইড জাতীয় কমিটির সভা

| শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ২:৫০ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগ্যাল এইড জাতীয় কমিটির উদ্যোগে ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ হলে লংগদুর পাকুয়াখালীর ৩৫ কাঠুরিয়া হত্যাসহ পার্বত্য চট্টগ্রামের সকল জেনোসাইডের বিচার দাবিতে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লিগ্যাল এইড জাতীয় কমিটির চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি চেয়ারম্যান ও জাতীয় দৈনিক জাগো জনতার প্রকাশক কাজী মজিবুর রহমান মজিব।

গোলটেবিল বৈঠকে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস, দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রাম রিজিয়ন প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সচিব এ এস এম জাহিদুল করিম কচি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মো: এমদাদুল্লাহ সোহায়েল, বিশিষ্ট নিারপত্তা বিশ্লেষক মেজর (অব🙂 এমদাদুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক কামাল পারভেজ, নগর জামায়াত নেতা মো. মনছুরুল হাসান জিয়া, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সহসভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মুহাম্মদ আবদুল কাদের, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্রনেতা নিজাম তালুকদার, যুবনেতা আরশাদুল ইসলাম প্রমুখ। বক্তারা পাকুয়াখালী ট্রাজেডির ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারসহ পার্বত্য চট্টগ্রামের ৩৫ হাজার নিরীহ বাঙালি হত্যার বিচার, হত্যার শিকার পরিবারে পুর্নবাসন ক্ষতিপূরণ দাবি করেন। বক্তারা পার্বত্য চট্টগ্রামের সকল বাঙালি হত্যার বিচার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার দাবিও জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্ধ ইয়ার্ড চালু ও নিম্নতম মজুরিসহ ১০ দফা দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ-শিবির জোট বেঁধে বিএনপিকে পরাজিত করতে চায়